ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মা সমাবেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।    

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে বিশ্বের বুকে একটি সফল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। এসময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.নাসিম বানু। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিলু মিয়া বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি বলেন, আমার মা ১৯৭৪ সালে মারা গেছে মায়ের আদর ঠিক মতো পায়নি। তাই আজকে দেশরত্ন শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে মা সমাবেশ আয়োজন করেছি।

উল্লেখ্য, মা সমাবেশে ঝিনাইদহ রত্নগর্ভা মা ও সমাজসেবার ১৭ জনকে আলোকিত মানুষ ঝিনাইদহ পৌরসভা স্মারক সম্মাননা দেওয়া হয়।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি